দুচোখে যখন স্বপ্ন হারিয়ে গিয়েছিল ঠিক তখনি
আজ এই আষাঢ় মাসের প্রথম বৃষ্টি মনকে ভরিয়ে দিল।
বৃষ্টিভেজা মেঠো পথ আর ঘাসের উপর পা ঘষা খুবই ভালো লাগে আমার।
বৃষ্টিতে ভিজলে আমাকে দুঃখ ভুলিয়ে দেয় বৃষ্টির ফোঁটা
মানুষের দুঃখ হলে বৃষ্টিতে ভেজে কিন্তু বৃষ্টির যদি দুঃখ হয় তবে তারা কি করে !
হারিয়ে যায় নাকি নাকি মুষলধারে বৃষ্টি নামে তখন!
তোমরা জানো বোধহয় আমার বহুকষ্টে লেখা কবিতাগুলো সব চুরি হয়ে গেছে গত কাল রাতে
তবুও আমার দুঃখ নেই একবিন্দুও।
হাজার দুঃখের মাঝে একটি দুঃখ স্থান পেলেও তা গায়ে জানাই না হে বসতভূমি এ বাংলা।
বাংলা আমার অনুভূতি ক্ষোভ নক্ষত্রের আলো কিংবা অর্ধপোড়া জীবাশ্মের দেহ থেকে বেড়ে ওঠা আমার অবিরত।
কেউ কোনো জানেনি বুঝেনি যে রাতের অন্ধকার আমার প্রিয়।
যেন লক্ষ লক্ষ জোনাকির দের দল আমার হৃদয়ের ভিতর আলো দেয় তাঁদের খোঁজ কেউ রাখে না অজানা দেশে ঘুরে বেড়ানোর মতো।