জানালার কোণে মেঘ জেগে আছে
রাতগুলো দু'-চোখ মেলে তাকিয়ে;
'শূন্য' থেকে জীবন শুরু
শতকে শেষ।


সারি সারি দাঁড়িয়ে আছে গাছ
তেপান্তরের তাল বন
পলাশের গায়।


আদম হাওয়া ফাগুন ভরা রাত
লেখা আছে কবিতা
পূর্ণিমার ঐ চাঁদ।


চেয়ে দ্যাখো স্বপ্নগুলো
কিছু একটা বলতে ‌চাই
লিখতে চাই প্রেমের চিঠি
দিবারাত।


অসুস্থ হৃদয় হতে
প্রান্তরের অনাবিল রেণু
শিশির সাজে ভেজা রাত।


নীরব রাত কথা বলে
অন্ধকারের ছায়ার সাথে;
ঘন কালো ধোঁয়া
ভরে যায় ভুবনে।


আশেপাশে কেউ নেই
শুধু মৃত্যুর দেখা
চেয়ে আছি জীবনে
সত্যের দেখা।


ঘুমহীন লাল চোখ
নীল ডায়েরির পাতায় পাতায়
কিঞ্চিৎ পরিমান সান্ত্বনা
লিখে যায় উপন্যাস।।



    ১১/০৫/২১