বাঁচার জন্য যুদ্ধ আমাদের
মরার জন্য যুদ্ধ আমাদের।
যুদ্ধ আসে যুদ্ধ যায় নষ্ট হয় সমাজ
নষ্ট হয় দেশ নষ্ট হয় রাষ্ট্র।


কঠিন এই সময়ে পৃথিবী জুড়ে চাষের জমি কম
জনবসতি ক্রমাগত বেড়েই চলেছে
বেড়ে উঠছে জনসংখ্যা
কমতে বসেছে সবুজ বৃক্ষরাজ
উচিত শিক্ষা দিতে পারে প্রকৃতি
তাই আমাদের সচেতন হওয়া একান্ত দরকার।


বাঁচতে হলে চাই প্রকৃতির সমস্ত উপাদান‌‌‌
আর সুস্থ মানসিকতা
তাই সকলের ঐকান্তিক প্রচেষ্টা দরকার প্রকৃতিকে বাঁচানোর তাগিদা আর বল।