একটি কবিতার নাম মৃত্যুর নৈকট্যে আলোড়ন কয়েক হাজার কবিতার মধ্যে কয়েকটি বঞ্চিত
কবিতা
মৃত্যুর সম্মুখে হাজির
মনে হয় সর্বশেষ সংগ্রাম অপরাধের জন্য...
ক্ষিপ্ত জনতা ব্যগ্রতা জানাই।


কয়েকটি বিশ্বযুদ্ধ পার করে বেড়ে উঠছে সমাজ আমি উজ্জ্বল নক্ষত্রের বুকে কলঙ্কের চিত্র আঁকি আমাদের অপরাধ-অজস্র জন্ম ধরে
কয়েকটি অভিশাপ মাথা উঁচু করে নরকের দ্বার খোলে
দেবতারাও বুঝি  চেয়েছিল তাই !!


বঞ্চিত মানুষেরা আন্দোলন করতেও জানেনা
এই নশ্বর বৃষ্টি ছায়া পৃথিবীতে বিরহের কথা কেউ শোনে না !
কবিতায় উঠে আসে বঞ্চিত মানুষের শব্দ কথা
তাই নাম হয়েছে বঞ্চিত কবিতা স্থায়ী অসুখে।
আঙ্গুল ছুঁয়ে নেমে যায় সভ্যতার তাচ্ছিল্য কথা
বৃথা দেওয়ালে পিঠ ঠেকে গেলে শুয়ো পোকাও লাথি মারে
মানুষেরাও চেয়েছিল তাই।


কয়েকটি কবিতা জন্ম হলে
এর ভিতর থেকে একটি কবিতা চিরস্থায়ী হয়ে যাবে
মানুষ কিংবা শুয়োপোকাদের পিছে ফেলে ;
বঞ্চিত কয়েকটি কবিতা থেকেও একটি কবিতা আন্দোলন করে
শতকোটি মানুষের শিরদাঁড়া ভাঙতে।।


  06/08/2023


© Copyright Reserved