দেখেছো কী কখনও
বঙ্গভূমির বাড়িঘর;
রক্তে রাঙালো লাল সূর্যটাকে
কখনও কী ভেবেছো-
বঙ্গমাতার ভুবনটাকে।।


দেখেছো কী কখনও
বঙ্গভূমির জনবল!
নদীতে ভরা চোখের জলে
কখনও কী জানতে চেয়েছো
স্বাধীনতার সময়টাকে।।


দেখেছো কী কখনও
বঙ্গভূমির কারিগর;
খুজেছো কী ইতিহাসের পাতাটাকে
বুঝেছো কী আজও
বঙ্গভূমির জনতাকে।।


দেখেছো কী কখনও
হানাহানির ছবিটাকে:
লড়তে শিখেছো কী ব্রিটিশের
কারাগারে; বলতে পেরেছো কী
জীবনের আঁকা স্বপ্নটাকে।।


           ১৮/০৪/২০২০