হতাশার সংকটে ঘিরেছে রাত্রি
মেঘ পিয়নের চিঠি দিয়ে
আকাশের রঙ উধাও
উজ্জ্বল নক্ষত্রের হৃদয় ছুঁয়ে।
এই যে সাহিত্যের কলম পেতে গেলে
হৃদয়ে বিষের ভান্ডার তৈরি করতে হয়।
নীল প্রজাপতির ডানার রৌদ্রের গন্ধ মেখে
চোখে চোখে বহু কথা লুকিয়ে বিপ্লব আনতে চেয়েছি
গাছেদের শিকড়ের টানে টানে।
অজস্র জন্ম ধরে আমি পথ খুঁজে পায়নি
যে পথে আমি যেতে চাই
কখনও পরাধীনতার শৃঙ্খল মরুভূমির মতো চুষতে থাকে রক্ত:-
ভয়ঙ্কর এক পথের পথিক হয়ে
আমি যেন গ্রেপ্তারি নাগরিক হয়েছি মিথ্যা মিছিলের
সমর্থক হয়ে।
হিসেব নেই সেফটিপিন দিয়ে বুকের উপর মালা গাঁথবার সময়
ব্যস্ত পৃথিবীর সাদা কাগজের পাতায়
জীবনের বদনাম চোখে ভিজে যায়
আমাদের ঘর দাবানলের মতো পুড়ে গেছে বলে!!