ভালোলাগা আকাশ আমার চাঁদ সীমানা
পেরমের রাত্রি বন্ধুরা নেই পাশে
মানুষ একাকী অভিমানে অভিযোগ
শহরের খোঁজ নেই পথে পথে।
আমি ঘুরে দাঁড়াই পৃথিবীর চোখের বাইরে
কাদের হাত চেনা যায় না
সব মুখ ঢাকা কাপুরুষতা ও পতিতার চরিত্র।


ভালোবাসা আকাশ আমার নীলান্ত
মেঘের জানালা রঙ বদলায় রামধনুর নৌকা।
কালকুটের চোখে খোঁজ পাওয়া যায় বিরহ
ঘুমের ভিতর ঘর পুড়ে ছাই অতীত আলেয়া।


প্রতিটি মানুষের হৃৎপিন্ড কাপছে ভেতরে প্রচুর ভাঙচুর
মনে খুব কষ্ট আর চোখে উদাস নদী।
নেই কোনো দিন এমন করে উপহাস করে না !
শত কোটি তারা দিয়ে পূর্ণ হয় মনোকামনা
উজ্জ্বল নক্ষত্র ডুবে গেছে হলুদ পাখির পাখনে।