চোখেতে আজ ভালোবাসা
পৃথিবীর বিরহের কবিতায়।
মনেতে স্বপ্ন আশা
ভোরের ঘাসে শিশির কণা।
আমি জীবনে বাঁচার ছাড়পত্র পেয়েছি
ভালোবাসার কাছে হেরে গিয়ে।
শহরের রাজপথ হতে
গ্রামের কাদাভরা মেঠো রাস্তায়
খুঁজেছি আমি ভালোবাসার মানে।
আমি সাহস করে ছবি আঁকি
মিষ্টি রোদে দুপুর বেলা।
আমি প্রেম জমায় মেঘে মেঘে
তারার দেশে অন্ধকারে।
ভালোবাসা জানে ভালোবাসার মানে
দূর প্রান্তরের নিভে যাওয়া প্রদীপে।
বৃষ্টি ঝরে বাতাস এসে
মন কাঁদে হা-হুতাশে
এই দিন তবু নাহি আসে।।


   ৩১/০৫/২১