ভালোবাসার গলি দিয়ে উবে যায় মৃত্যু
প্রতিশোধ নেই রক্তের রেখা
চক্কু কিন্তু 'শূন্য'----
মনের মাঝি নৌকা যুদ্ধ: সমুদ্রের জল উহ্য
নিখোঁজ শহর বোঝেনি কেউ
ঘর জুড়ে ব্যঙ্গ।


ভালোবাসা একটি পথ যে পথে মানুষ গেলে পূর্ণ কিংবা শূন্য
আগুন দিয়ে খেলা হয় নেই কোনো মূল্য !
ভালোবাসা মোমের পথ জ্বলতে থাকে অনবরত....
সুখের নামে নাগোরদোল্লা উচুঁ হয় গপ্প
কেউ আসেনি বুকের ভিতর
নেহাত বাজে আগুন শিখা জীবন শুধু স্তব্ধ।


পথের মোড়ে জীর্ণ গাছ: অতীত তবুও কাছে টানে
আকাশ জুড়ে বিষাদ সিন্ধু
নীল রক্ত চোখের নদী ভেসে যায় অবিক্লান্ত
চোখের কালি নির্সগ রাত্রি একের পর এক জব্ধ।


ভালোবাসা একটি পথ যে পথে আলো নেই
আছে বেদনা আছে কষ্ট কিংবা মৃত্যু !
এই জীবনের চির সঙ্গী
এই পথেই বিলীন হয় মনের ধুলো উড়ন্ত।