ভালোবাসার আরেক নাম জানা নেই
তবে অনেকে বলে যন্ত্রণা কিংবা বেঁচে থাকা।
এই একটি সময় পেরিয়ে যায় নীল আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কিংবা প্রচন্ড গ্রীষ্মের দিনে বৃষ্টির ফোঁটার দিকে মন এলিয়ে।


তুমি জানো অনেক কিছু বদলে যায় মাএ এক সেকেন্ডে কিন্তু আমি বদলাতে পারিনা নিঃশ্বাস পেতে বিশ্বাসে।
গাছের পাতা ঝরে যায় নদী তার গতিপথ পরিবর্তন করে এই একই সময়ে। তবে যে মুহূর্তগুলো প্রিয় মানুষের সাথে থাকা দরকার সেই মুহূর্ত খুব কম সময়ের জন্য আসে আবার এসেও চলেও যায় নীরবে।
কবিতার পাতা ঝলসানো দেহ অগ্নিজোয়ার মানুষের মুখে ঠোঁটে আত্মহারা আধুনিক সংশয় প্রকাশ পায়
কেউ হারিয়ে ফেলে কথা রাখার মন্ত্র আবার কেউ মুগ্ধ হয় অন্যের ভালোবাসায়।


কেউ কারো জন্যে থেমে থাকে না
আবার থেমেও থাকে চিরকাল অপেক্ষা করতে করতে !
একসময় দেখা যায় পুরো বিষয়টাই জ্বলে পুড়ে খাক খাক হয়ে যায়, পড়ে থাকা শুধু ধূসর রঙের ছাই।