ভালোবাসার আরেক নাম এই জীবন
নাম না জানা ঘটনা প্রশমিত হয় স্মৃতির পাতায় পাতায়
বিলম্ব রাত্রি কেঁপে ওঠে অদ্ভুত যন্তণায়
কেউ কথা রাখেনি বরুণা চোখের দৃষ্টিতে
তোমার নগর তুচ্ছ এই কঠিন কালকুট ছুঁয়েছি আমি
তুমি ভালোবাসোনি কেন?


কেন এই লুকোচুরি হৃদয়ের গভীরে
তোমাকে চাই কতটা! তুমি আমাকে চাও কতটা!
বলো এই পৃথিবীর বিপরীতে অভিনয় করেছে কোন প্রেমিক প্রেমিকা !
আমরা সাধারণ মানুষ - দিন যায় হা হুতাশে
কেউ নেই শূন্য পথের দিকে চেয়ে পথিকের জন্য
আমি ভালোবাসার মানুষ এই নীল বাংলার প্রান্তরে শুয়ে রয়েছি অজস্র জন্ম ধরে।