নরম রোদে হাঁটছিলাম একলা
হাওয়ায় ভাসছিল তোমার নামটা বলাকা।
চুপচাপ ছিল পাখিরা গাছে
তবুও মন কেমন করে বাঁচে।

তুমি ছিলে নদীর মত শান্ত
চোখে ছিলো ভোরবেলার চাঁদ ক্লান্ত।
আমার বুকের গভীরের ভেতর
তোমার হাসি বাজে প্রতিবার একই।

আকাশ দেখে ভাবি এখনো
তুমি আসবে কি একদিন ধীরে ধীরে যেনো?
তোমায় নিয়ে স্বপ্ন গাঁথি
তোমার সাথেই মনেতে থাকি।

জীবন চলে দিন পেরোয়
তবু ভালোবাসা থামে না গো।
তুমি আছো থাকবেই চিরকাল
আমার হৃদয়ে—নিঃশব্দ ভালোবাসায়।