হৃদয়ের হাড়গুলো ভেঙে যায়
দেওয়ালে পিঠ ঠেকার মতো
আলোয় পথ চলতে গিয়ে
হয়ে যায় যেন অন্ধকার।
ফুলের মালার ও যন্ত্রণা থাকে
কয়েকটি মুহূর্ত ঘিরে
ধীরে ধীরে আনন্দ আবছা হয়
শত মানুষের ভিড়ে।


চাঁপা ফুল ফোটার মতো ভালোবাসা
নীরবে শরীরে আলপনা এঁকে দেয়
ভেজা দুপুরে মেঘের আনাগোনার মতো।
কারো মুখ চোখে ভাসে
খুব কাছের মানুষ মনে হয়
ছুঁতে গেলে অদৃশ্য হয়ে যায়
সময় ফিরিয়ে এখন শুধু অবসন্ন।