বলতে হবে ভারতকে ট্রানজিট সুবিধা
আমাদের শিক্ষা ভালোবাসা।
তোমাকে আমি পায়নি মেয়ে
জমিয়ে রাখা অভিমান পুষে।
শহরের পথে এগিয়ে যাওয়া
গাছেদের বিরুদ্ধে সঙ্গী হওয়ার হিসাব
কে নেবে?
তোমাকে বুঝিনি মেয়ে
আজও কি বুঝতে চাই না !!