পৃথিবীর ভাবনা যেন একান্ত নিভৃতে
সমান্তরাল দুটি পথ একই সরলরেখায়
দুটি চোখ স্বপ্নের মরুদেশে
নীলাভ  হৃদয়ের বেদনা গুমড়ে মরে
কি সে স্বচ্ছ স্পর্শদুর অতীত
মাঝে মাঝে দেখা যাই একান্ত নীরবে
তুমি কি জানো ??


প্রশ্ন বারছে শুধু
উত্তর যেন চলন্ত ট্রেনের বগি
তাদের.....
এখন স্টেশনের চত্বরে প্রদীপ চালানো হচ্ছে
আমার বুকের সলতে কেটে।
শিশুদের কান্না আর ভেসে আসে না
সমস্ত কান্নায় যেন বাষ্প হয়ে গেছে
কিংবা আমার হৃদয় বিষন্ন রাত্রি
একটি একটি করে কমছে
ব্যবধান
সিঁড়ি বেয়ে উপরে মৃত্যু
এটা নিদারুণ চাওয়া পাওয়ার মতো
আদি হেমন্তের পাতা শিরীষ
কপালে শিশির বেয়ে নেমে আসে পাপের বাণী
রঙ পাল্টায় যেমন রক্তের দাগ
মাঝরাত্তে হয়তো বুঝি ঝরা পাতার
রঙ বদলে গেল -
মৃত্যুর আসামি কাঠগোলাপের যেমন রঙ
ঠিক তেমন
শুধু একটা আলপিন বুকে বিঁধার মতো