চিরচেনা প্রকৃতি সুন্দর
সুন্দর সবই স্থির কিংবা গতিশীল
তার চেয়ে সুন্দর দুটি চোখ
যে চোখ দিয়ে সমস্ত সুন্দরকে চেনা যায়
অনুভবে মনে ধারণ করে
মৃত্যু তো মাত্র এক সেকেন্ডের
বেঁচে থাকা যুগের চেয়েও বড়।
যার নিঃশ্বাসে আমাকে চেনা যায়
বোঝা যায়, অপমানে লজ্জিত হতে হয়
বঞ্চিত হতে হয় সমস্ত পথ থেকে
গলার স্বর থেকে জ্বর নামে হাতের আঙুলে
কেন তাঁকে বলতে হবে!! সত্যি!!
শুধুমাত্র বেড়ে ওঠা