জীবনের সিন্ধু পারাপার অগ্নিনীল
হেথা সেথা কবে কার দিন রজনীতে
দেখিতে দেখিতে হায়রে পরান
কোথা যায় ধরিতে নাহি পারি
এই বসুন্ধরা লগনে....
তোমারে লাগি আমার বিরহ খানি
ধরণীর বুকে মৃত্যু চিরে
হে প্রেম-প্রেয়সী যাতনা নয়নে
তলিয়ে অপার ঐশ্বর্য তোমারি কাননে ফুল তবু ফুটিয়াছে।
কবে কার ভালোলাগা জানি না কিছু
কেমনে বিরহে বাঁধিবো আমি ঘর
ছেড়ে দিয়ে পথের সীমা
কোথায় তুমি দিয়ে গেছো ধরা!!