এখানে নিঝুম একাকী রাত
রং পাহাড়ের গা বেয়ে সমুদ্দুর রোদ্দুর ছড়াই
চেয়েছি চোখের তারার অভিযোগ নিয়ে
ভালোবাসা বিরহ বেদনা পুরুষের হৃদয় শুকিয়ে যায়
উষ্ণ বালির জ্যোৎস্না রাতে।


কেউ কারো জন্যে নয়
আলোকবর্ষ যেমন বহুদূরে
ঠিক তার চেয়েও দূরে মানুষ থেকে মানুষের বসবাস এরই বিপরীত অবস্থানে।