এই বিজ্ঞাপন ঢাকা শহরে বৃষ্টি নামে চোখের ভিতর থেকে
বেদনার পুনর্জন্মে নীলচে আগুনে পুড়ে গেছে বুক
আবার কারো পুড়ে গেছে হৃদয় !
কেউ কথা রাখেনি
কেউ কথা রাখতে জানে না !
এই শহর পুরোপুরি নিষিদ্ধ বিধর্মী ।


কবিতা লিখে কোনো কাজ নেই
কি কবে কবিতা লিখে !
একদিন সমস্ত কবিতার পান্ডুলিপি আগুনে পুড়ে ছাই হবে
যেমন ছাই হয় মৃত দেহ - তেমন।


এই পৃথিবীতে আবারো যুদ্ধ নেমে আসবে
হাহাকার , মহামারী, দুর্ভিক্ষ সবই দেখা দেবে
স্বপ্নের থেকেও যাহা অবিশ্বাস্য তাইই ঘটবে।
কিংবা তখন থাকবে না কবিতায় শত ডাকাডাকি প্রিয় মানুষের জন্য !
সবই যেন ধ্বংসের সম্মুখীন হতে চলেছি মানব সমাজ।
এই বিজ্ঞাপন ঢাকা শহরে নিশানার তীর এই বার্তায় নিয়ে এগিয়ে আসছে
এগিয়ে আসছে পৃথিবীর দিকে।