আজ বিদ্রোহ আমার চোখের গভীরে
ডাস্টবিনের নষ্ট খাদ্য উদ্ভিদ জন্মে...
কয়েকটি বন্দী খাঁচা থেকে পাখি মুক্তির নতুন জীবনে
আমি চোখ মেলে দেখলাম দাবানলের শিরা উপশিরাকে।
মানুষ থেকে মানুষ হয় ব্যাকুলতা উপহার দেয় উদ্বেগ
হতাশার অন্ধকারে হারিয়ে যায় সহানুভূতির অধ্যায়।


বন্দী খাঁচা থেকে মুক্তি দিয়েছি পোষা পাখিকে
নাম না জানা ঝড় আসার আগে উড়ে যায় সমস্ত বেনামী চিরকুট
মানুষের অজস্র পিরামিড জীবন বেড়ে ওঠে ক্রমাগত
কেউ কারো উপহাসে পরিণত হয় না !
পথ ভুল হয়
আজ বিদ্রোহ চারিদিকে মাথা উঁচু করে
আমি দাসত্বের শৃঙ্খলে হাজার কুড়ি লাথি মেরে
আসামীতে পরিণত হই বিদ্রোহের পোশাক গায়ে জড়িয়ে।
অথচ যে বিদ্রোহ আসার কথা ছিল বহু জন্ম আগে
সেই বিদ্রোহ এখন আসে মানুষের রক্তে আঁকা মানচিত্রে।


উন্নত সমাজ বেনামী হিসেব
আগ্রাসনের রাজনীতি সবই উগ্র
চোট খাওয়া হৃদয়ে কয়েকটি বিশ্বযুদ্ধ হয়েছিল
তার কাহিনী প্রথম জন্ম থেকে শেষ জন্ম অব্দি বহমান
যার খোঁজ উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমে।
বিদ্রোহ আজ আমার চোখের গভীরে
মানুষ নেই সভ্যতার জীর্ণ কারাগারে
জ্বলে পুড়ে ছাই হয় মানুষের হৃদপিন্ড'গুলো।।


১০/০৮/২০২৩


© Copyright Reserved