আমি এক বিদ্রোহী প্রেমিক
আমার নিজের প্রিয় প্রিয়তমার।


রাতের তারা জানে ভালোবাসা কি?
কে কার অতি আপনজন সে কি জানে?
কতটা আপন হলে কাছে পাওয়া যায় মানুষকে!
কতটা আপন হলে কাছে পাওয়া যায় প্রিয়জনকে!
রাতের তারা সে কি জানে ভালোবাসার মানে!


শিকারোক্তি নেই নারীর টান
এই বেদনা পরিপূর্ণ বিদ্রোহী প্রেমিক আত্মা
তোমাকে পাওয়া হয়নি!
যতটা শূন্য বুকের ভিতর
ততটা শূন্য কি রাতের আকাশ?
চাওয়া পাওয়া এক নয়
অনুভূতি আর চেতনা এক নয়
কেউ হাসে আবার কেউ কাঁদে এই ভালোবাসায়।


আমি বিদ্রোহী প্রেমিক নিজের প্রেমিকার
কোনো অভিযোগ নেই জীবনের পাতায়!
প্রেমের নামে বেদনা পুষি বুকের ভিটাই
পথ নেই চলার - চোখ নেই দেখার!
তবুও আমার মৃত চোখ তোমায় লক্ষ্য করে
তুমি জানো না, কিন্তু আমার মৃত চোখ তোমায় পাহারা দেয়।