বিরহের বিরুদ্ধে একটি কবিতা আমার সম্বল
মানুষের সম্বল থাকে মানুষী
হিতের সম্বল থাকে হিতশী
এখানে বিনিদ্র রাত জাগা পাখি আর উড়ে যাওয়া শহরের যাতনা মেঘ রোদ্দুর হাসি ফোটাতে পারে কবিতা।


মানুষের মানচিত্র সংযোগ নীরব মৃত্যু
ভালোবাসার কবিতা লিখিনি তোমার উপমায়
কেউ নেই শূন্য পথের দিকে চেয়ে
মিছে মিছি দুঃখ পেয়ে কিছু হয় না জীবনে।
এই পৃথিবী বেঁচে থাকা অধিক প্রিয় বাপু
তাই এগিয়ে গেলে জীবনের নাম খোদাই করা বর্ণমালা
আর নিভে গেলে ফেরেশতা অবাক অন্ধকার।