পৃথিবীর সমস্ত পথ বিষাক্ত চোখের পদ্মপুকুরের মত লাগে
পৃথিবীর সমস্ত গাছেদের অক্সিজেন ফুসফুসে ধারণ করে
শালীনতার অভাবে হারিয়ে যায় হিংস্র প্রপাতকূপে ।
প্রতিদিন ভোর হয় সূর্য উঠে গগনে...
নদী বয়ে চলে তার গতিতে।


বিষাক্ত চোখের পদ্মপুকুরে স্নান করে
যিশু জন্মের ইতিহাস খুঁজি প্রসিদ্ধ হৃদয়ে। গণিকাদের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ একযুগ ধরে
মানুষের বিপরীতে চোট খায় গৃহযুদ্ধ
ঘর নির্মাণের কারিগর অবিচ্ছেদ্য নিয়মে।


পথের ধারে গাছেদের জীবনী হতে
কেউ বোঝেনি নক্ষত্র অভিনয় !
নিয়মেরও বেনিয়ম থাকে বলে
মানুষেরা আজও মানুষ হয়নি অভিঘাত যুদ্ধে।
বিষাক্ত চোখের পদ্মপুকুরে বিবর্তন আসে না
আদিকালের সংকট পরাভূত হয়
হৃদয়ে বিষবৃক্ষ জাগে সম্পূর্ণরূপে
কেউ কোনো দিন খোঁজ রাখে না !
খোঁজ নেওয়ার মতো কেউ থাকেনা
এভাবে হারিয়ে যায় অজস্র বিনিদ্র রাত হাতের আঙ্গুল ছুঁয়ে।


১৬.০৮.২০২৩


©Copyright Reserved