বিষণ্ণতা হারিয়ে যায় পোষা পাখির মতো
পথ চলি শুধুই পথ চলি বৃষ্টিতে বিদীর্ণ নদীতে।
কয়েকটি কবিতা লিখতে গিয়ে সন্ধ্যা নামে
একটা ঘুমের দেশ নীরব মরীচিকার মতো লাগে।
দূর থেকে শোনা যায় ঘুমের ভিতর ট্রেনের পথ চঞ্চল
সমস্ত স্টেশন জনমানব শূন্য হাজার বছর ধরে কোনো যাত্রী আসে না এখানে
তবুও এখানে ট্রেন চলে অদ্ভুত নীয়মে।


মানুষের পদধূলি লীন হয়ে
রাতের উজ্জ্বল নক্ষত্র জমা হয় হৃদয়ে
তবুও এই চলে যাওয়া মানে নয় বিচ্ছেদ
চলে যেতে হবে বিস্তীর্ণ পথ পার করে
তবুও এই বেঁচে থাকা সূর্যের দেওয়া
মধ্য রাতে আকাশ থেকে খসে পড়ে সব তারা'গুলো
কি নিদারুন দুঃখে অপমানে ঝরে যায় তাঁরাও !!


বিষণ্ণতা হারিয়ে যায় মৃত্যুর সম্মুখে
কারা যেন ভালোবাসার নাম করে মানুষ হত্যা করে?
তাঁদের পথেও হেঁটে গেছি আমি সংকল্প নিয়ে
কেউ কথা রাখেনি - কেউ কথা রাখতে জানে না !
মানুষ সব হারিয়ে যায় হাহাকারের সমুদ্রে
আর হারিয়ে যায় বলে পৃথিবী এত অদ্ভুত সুন্দর লাগে
কিছু হারিয়ে গেলেও অধিক কিছু রয়ে যায় সবার অগোচরে
এই যে চিরকাল বেঁচে ছিলাম এটাও কেউ পাই বলো!!


অঙ্কের সারিরে জ্যামিতির সমীকরণ
তবুও জন্ম - মৃত্যু কোনও সমাধান দিতে পারে না এই নস্টালজিক গণনা !
যেন অজস্র জন্ম পৃথিবীর বিপরীতে আছি
সেখানে বিষণ্ণতা হারিয়ে ফেলি আর
মানুষের কথা রাখতে গিয়ে
মনে রাখি শূন্যতার পাশে পূর্ণতার হিসাবগুলো।।