জীবন যেদিকে বহমান সেদিকে
অঙ্কিত চোখের মৃত্যুর মিছিল
মুখোমুখি দাঁড়িয়ে অপেক্ষা করে ভালোবাসা
কোনো কিছু হয় না বলা
যেটুকুই হৃদয়ে ছিল শুধু সেটুকুই পদছাড়া।


কতটা এগিয়ে পথে কাটে কালো বেড়ালের ছায়া
মাড়িয়ে যায় মন আর তোমার দেওয়া ঠিকানা
যে চোখে একদিন বিপ্লব আনতে চেয়েছিল স্বাধীনতাসংগ্রামের তরুণ দল সে দলটিও বোধহয়
তাঁদের বুকে ও যন্ত্রণা দাপড়িয়ে বেড়ায়।