ঠিকানাহীন আমার পরিচয়
প্রিয় থেকে ঢের বেশি প্রিয় সবই
আর প্রিয় আমার শরীরের সব নীলিমা।
বসন্তের হাওয়া দোলা দেয় প্রাণে
প্রাণে প্রাণে পুলকিত বসন্তের উৎসব।
হলুদের বাতাবরণ আর আকাশের প্রতিবিম্ব
বুকের গহ্বর খুঁজে বেড়ে ওঠে বঞ্চনার সুখে।
আমি এক অসহায় দূরপাল্লার দুরন্ত ট্রেনের মতো
কারণে অকারণে ছুটে চলি দূর-দূরান্তে।
ভালোবাসা কিংবা বিচ্ছেদ দিনে দিনে শিখেছি সে কি জিনিস ,শিকড় যেমন মাটির দিকে টান ঠিক তেমনি কিছু....