এ বুকের ভিতর শূন্যতা ভরা
বয়াম ভর্তি রাতের জোনাকি পোকার মতো।
কেউ ভালোবাসতে জানে না , শুধু অভিনয়
কাগজের দুনিয়াই।
কেউ টাকার গোলাম আবার কেউ নিঃস্ব
রক্তের নদী ভালোবাসা প্রেম তো মিথ্যা ছলনা।
মানুষ মানুষের জন্য ভালোবাসতে জানে না!


ম্যানগ্রোভের অরণ্যে সেই সাথী হারা প্রেমিক ভায়োলিন বাজিয়ে বেড়ায় গভীর রাতে পোশাকি নাম মুছে দিয়ে। তাঁদের বুকের ভিতর শূন্যতা ছাড়া কিছুই থাকে না
জীবন এমনটাই হতভম্ব বেপরোয়া।