আমার হিয়ার মাঝে নক্ষত্র জীবন
হে আমার বদনাম উন্মীলন সঞ্চয়
তোমার দিবসে রজনী সুদীর্ঘ পথের সিঁথি ভিখারী আমার সঙ্গম।
পথের দিশারী পথিক তুষের আগুন বুকের ভিতর দাউদাউ করে জ্বলে, মাঝিরে কেন এত ভয়!


এত সুন্দর কেন তুমি? হে প্রেয়সী শ্রেয়সী কন্যে!
দিব্যি দিয়ে বলো তুমি?
নিদারুণ কিসের পরাজয়।
নাকি শুধু আমারই পরাজয় , তোমার কাছে -মনের কাছে !
যে কথা গোপনে রয় নতুন গল্পের হাতছানিতে
সে কথা অঝরে কেন ঝড়ে যায়!
প্রেয়সী তুমি কোথায়?
দিয়ে যাও দেখা হাতের স্পর্শে চোখের দৃষ্টিতে
বলে যাও কথা এই যুবকের সাথে।