সারা দেশ জুড়ে বাড়ছে করোনা আক্রান্ত
মানুষ মরছে শুধু হাজার হাজার
আছে করোনা ভাইরাসের টিকা
তাই সবাই বাঁচতে যদি চাও
একটু বেশি সচেতন হও
বাঁচতে হবে দেশের জন্য, সবার জন্য।
ভালো লাগে না একা ঘরে
মন চাই ঘুরে আসি, কিন্তু না
বাইরে করোনার থাবা যখন তখন
ঠেলে দিতে পারে মৃত্যুর মুখে।
এই অবস্থায় দেশ জুড়ে
কোথাও চলছে লকডাউন
আবার কোথাও দীর্ঘ অপেক্ষার পর
খুলে দেওয়া হচ্ছে সবকিছু
শিথিলের এই ভয়াবহতা একদিন
গ্রাস করতে পারে সমস্ত মানব সমাজকে।
নিজের সচেতন নিজের কাছে
ভুল করে কখনো করোনার রুগি হয়োনা
যদি ভুল করে থাকো কখনও
তবে ভুলের সে মাশুল তো
নিজেকে সয়তেই হবে
সাবধান হও ,নিজে বাঁচো অপরকে বাঁচাও।।

   ২১/০৬/২০২০