এখানে নিঝুম দ্বীপ
অন্ধকারেও আলেয়ার আলো
আমাদের পথ সুদূর থেকে দীর্ঘ প্রসারিত
কবে কার প্রেমের সম্পর্ক গড়ে উড়েছিল এই পৃথিবীর অভেদ্য জঠরে।
সভ্যতার বারুদে আমাদের আগুনের মহাযুদ্ধের ইতিহাস - চিনতে ভুল হয়না একটি সুন্দর ফুল যখন ফোটেনি তখন থেকে ঝরে যাওয়ার পরেরও মুহূর্তগুলো।
কাটেনি বহুকাল পাশাপাশি থেকেও বহুদূরে থাকা
নিঃশ্বাসের শব্দ স্পেনের রাজকুমারীর হৃদয় হতে সুন্দর আকাশের একটি আকর্ষণীয় তারার ঘরে চলে যাওয়া।
হৃদপিন্ডের বাতিঘর পেরিয়ে অজস্র জন্মের ছায়াঘেরা পথ ধরে যেন আমরা চলেছি সমস্ত অট্টালিকা মাথার উপর বহন করে
তখনও চাঁদের কলঙ্ক ছিল না চোখের বিরুদ্ধে প্রকট মামলায় শামিল হওয়া।
নতজানু মানুষের মুখের ভিড়ে
হারিয়ে ফেরি আমার প্রিয় মানুষটির মুখ
যোগাযোগের ছিন্ন তারে মৃত্যুর ফুল ফোটে
কবেকার ভায়োলিনের সুর ভেসে আসে স্মৃতির বিছানা জুড়ে
আর নয় কোনো প্রশ্ন - ঘুরে দাঁড়ানোর পরাষ্ট্রবাদ তুলে- সেই হারিয়ে যাওয়া প্রিয় মানুষেটির অমৃত বুকের গভীরে ডুব।‌‌।