পুরোনো পাতাগুলো থাক চাপা পড়ে
নতুন করে উল্টানোর প্রয়োজন নেই
মিছে মিছে দুঃখ বাড়িতে লাভ নেই এই নশ্বর জীবনের মানে। শুধু শুধু বেঁচে থাকা যুগের পরিবর্তনে
বিশাস আমি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছি
ফাঁসীর কয়েদী হয়ে।
কচি পাতার রূপরেখা তুলে দিয়ে অনুভব করতে শিখলাম শল্কমোচনের ইতিহাস
নিরক্ষরেখা থেকে ৪৫ ডিগ্রী কোণ করে সৃষ্টি বিরহ
হৃদয়ের বাম পাঁজরের দিকে।
নীল কুঠির সমস্তটাই মার্বেল দ্বারা নির্মিত হচ্ছে গণিতের সূত্র অনুসারে।
আহ্নিক গতি বার্ষিক গতি বেড়ে চড়ে উড়ন্ত মনের দুরন্ত সমুদ্রের স্রোতের বিপরীতে।
আমি মানুষ শুধু ধ্রুবকের নিয়মানুসারে
পিছে চলি অতীত পৃথিবীও আমার দৃঢ় লাগে বলে।
ভুলে গেলে চলবে না তবুও কৃষির উন্নতির মতো এগিয়ে গিয়ে বিরহের বিরুদ্ধে হেরফের এর মামলা দায়ের করে করে কেঁপে উঠি ভূমিকম্পের মতো।।