যে জীবন ঈশ্বরের দান
মনে মনে ঘোরাঘুরি করা
হে পৃথিবী আমার দুঃখ দিয়েছিলে বলে
কিছুটা হলেও আমি মানুষকে বুঝতে শিখলাম।


পুড়ে ছাই হয়ে গিয়েও ভাবনা
বেঁচে থাকার মানে এক অন্য রকমেরই লাগে
তুমি দুঃখ দিয়েছো বলে ! আজও আমি বেঁচে থাকতে চেয়েছি
রোদ্দুর বেশান্ত অগ্নিশীল প্রলয়ের দাপটে মাঠের সব ফলস আমার হৃদয়ে আস্তানায় জমা হয়
দীর্ঘ জীবনের জন্য



কত রাত ঝড়ের গতিবেগের সঙ্গে লড়াই করে টিকে থাকলাম কিন্তু
মানুষের হৃদপিন্ডে শুকনো ফুল তাজা হয়ে ফোটেনি বলে
তোমাকে বলিনি ভালোলাগার অতীত কথা গুলো রাঙিয়ে দিতে পারিনি মুখের শব্দ মুখের নাগালে
কিঞ্চিৎ পরিমাণ‌‌‌ যদি তুমি আমাকে চিনতে তবে
ভুল হতোই না কিছু
নতুন স্বপ্নের মতো উড়তে দিতে কি চেয়েছো তুমি! ! আমাকে