জীবনের মূল্য দিয়ে অনুভব করেছি অনেক না পাওয়া কিছু
বহু অসম্ভব সম্ভব করেছি চোখের চাহনির সামিলে
কিছু কম বা বেশি।
প্রহরের চোখের বিষ বাষ্প সমুদ্রের স্রোতের বিপরীতে বন্ধুত্ব বাড়িয়ে তোলে।
বেঁচে থাকার মতো পরম শক্তি আর কোথাও নেই
দিনরাত্রির কোলাহল নির্জনে স্যাটেলাইট ঘুরছে মাথার উপরে মহাশূন্যে
মনে পড়ে সেই আগের মতই আছো তুমি তোমার স্বপ্ন নিয়ে
বুকের উপর ঘাসেদের যুদ্ধ জয়ের কাহিনী পাবে বলে তুমি বদলাও নি কিন্তু আমি বদলে গেছি আমার দুনিয়া থেকে।
স্বপ্ন দেখার উল্টো পাতায় উপসংহার লিখিত বদনাম প্রেমের মুখর হয়ে
তুরাগ নদীর তীরে আমার প্রিয় উচ্চারণ শব্দের কারাগারে বন্দী তবুও আমি মুক্তি চাইনা তোমার চোখের অপলক মায়াবী দুনিয়া থেকে।
বিদায় দাও ভোরের হাওয়া পাখিদের বাসায় প্রেমকে উদ্রেক করে।।