জ্বলিতমান আকাশ প্রদীপ জুড়ে শুধুই অন্ধকার
কবে কার কবিতার পাতায় নাম না জানা শ্রেয়সীর উপমা তুমি
ছন্দের হাতেখড়ি জল মায়াবী মাধুরী চোখ
দেখেছি নীল চাতক পাখির প্রহরের ঠোঁটে মাছরাঙা পাখির মতো জীবন তাঁহার
নিস্তব্ধ সমাধির বুকে মৃত্যু জড়িয়ে আছে
নেই মানচিত্র সংযোগ।
কবে কার প্রেমের সম্পর্ক ছিন্ন করে দূরে হারিয়ে যাওয়া অতীত
আমি তোমার বিরহে বাঁচি শাহজাহানের রমনী বুকে প্রহরীর মতো।
ছায়াঘেরা রাতের পাথর বুকে বাসনা পূর্ণ করার চেষ্টা মাএ
এই শহরকে ভালোবেসে ফেলেছি বহু রাত্রি জেগে লিখেছিলাম হাজারো কবিতা।
নতুন স্বপ্নের মায়াজাল বুনে স্বপ্ন বানাই ঘর দুয়ারে
রঙ মিছিল করছে মৌমাছির দল।
চিঠিতে লেখা এই পৃথিবীর সাফল্য অর্জন আছে
চলন্ত রেলগাড়ির জানালার কপাট জুড়ে।।