হৃদয়ের খোলা জানালা হতে
দেখা যায় প্রিয়তমদের বাড়ি।
নীল আকাশে প্রজাপতিদের বসবাস যেন শুকতারা রাত্রির ঘরে রোদ্দুর মীর।
শ্রাবণ ধারায় বয়ে যায় রাত্রি
হাত পেতে বসে থাকি এলোমেলো ভাবনাগুলোকে ধরবো বলে , কিন্তু তা আর হয়ে ওঠেনা।


সময় বড়ই নিষ্ঠুর প্রাণী
যার কোনো শিরদাঁড়া থাকে না।
অভাব অভিনয় নাটকের মতো চরিত্র বদলায়
নিরালা ছিমছাম অশ্রুবিন্দু ভাগের পাএ ফুঁটো হয়ে ভেঙে যায়। ভালোবাসার মানুষকে হারিয়ে যখন কেউ নিঃস্ব হয়ে যায় ঠিক তখনি পাথর হৃদয় ও গলে যায় চরম সুখে। চার লাইনের কবিতা শোনানোর মতো।


অতীত বসন্তের প্রাক্কালে হলুদের মিছিল।
নীল দুনিয়ার সবচেয়ে দামী উপহার কষ্টের অশ্রুবিন্দু হয় নীল রঙের তবুও বিশুদ্ধ রক্তে পবিত্র জলস্রোত হয়ে চলে।।