নেই আর কোনো আশা
সকল মনেই নিরাশ ভাষা।


তুমি স্বপ্ন দেখেছিলে কোনো একদিন
আমি প্রেমের শহরে ভিজেছিলাম সেদিন ,
দিন রাত্রি জাগিয়ে ছিলাম গহ্বরে।


প্রিয়তমা কোনো এক রোদ্দুর
শেষ বিকালের ট্রেনের জানালায় বসে
তাঁরে আমি দেখেছিলাম।
হেমন্ত রাত্রি বাহিরে ডাকবাক্সে
মেঘের -তারায় শিশির জমে।


দূরে পিরামিড বুকে সমাধি
নীলনদ বলে ভালোবাসা
প্রেম নয় তো সর্বনাশা।


বৃষ্টি আসলে বাড়ে ভালোবাসা
সোনালি রোদ্দুরে শুকিয়ে হৃদয়
সাগর জলে ভেসে ভেসে চলে।
ভোরের পাখি চরিত্র আনে
উপন্যাসের পাতায় পাতায়
জাগিয়ে রাত নিভিয়ে আলো।।