যারে আমি ভালোবাসি
এখন রাতে ঘুমাই না তাঁরই জন্যে
এ কথাটি কি সে জানে!
জানে গাছের ডালের বকুল ফুল
বসন্তের দখিনা বাতাস
আমাদের হৃদয়ের সাগরে গভীর সীমানা
নিশানার প্রেম বৃক্ষ
স্মৃতির চাদরের ফল।
এই শহরের পথে ঘুরে
স্টেশনের চত্বরে তাঁরে খুঁজতে গিয়ে
সময় গেছে কখন চলে
এ কথাটি জানা নাই।
আবারও শীতকাল কবে আসবে
দেখা হবে আবার নতুন করে
ঠিক প্রথম দেখেছিলাম তোমারে যবে
তেমনি মনের মতো করে।
এই দিন চলে যায় ঈগলের চক্ষু ভেদ করে
মাথার উপর দিয়ে চিল উড়ে যায়
প্রচুর বেদনার ডানা ঝাপটিয়ে
তবুও বাঁচার আশা সফল হয়
এক পশলা বৃষ্টি এলে
কিংবা সোনালী রোদের চক্মকিতে।।