বলা হয়নি পুরুষের হৃদয় কতটা প্রসারিত
সেখানে কতই সুন্দর ফসলের চাষ হয় বারোমাস
শুধুই মরীচিকার পেছনে ছুটতে ছুটতে বিরহ
অন্ধকারের শ্রেয়সীর সাথে যুক্ত।


অলিন্দ যুদ্ধ চোখের পাতায়
কাটেনি বহু রাত উদাসীন ভাবনায়
শুধু তোমাকে না দেখার অসুখ
আমাকে নিঃসঙ্গ করে দেয় অবিরত।


নিষিক্ত পথের নির্যাতন হতে
স্থির মানুষের নিলাম অভিমান
বিদ্রোহী আত্মার বিতৃষ্ণা ক্ষতে
আমি অপেক্ষায় থাকি বিধেয়।


তোমাকে ফিরিয়ে দিলাম
তর্ক - বিতর্কের নিয়মে
জানি আর কখনও হবে না দেখা
বিধিলিপির বানানো রাশিচক্রে।
তুমি বিদুষী নারীর দীর্ঘতম প্রস্থানে
আমি অসহায় জোড়হীন চোখ
ত্যক্ত মরুভূমির নিস্তব্ধ নীড়ে
নীহারিকা হয়ে নুয়ে পড়ি বুকের মাঝে।।