রাত্রির নিকটে অবিনশ্বর মৃত্যুহীন ক্ষমতা
ভাগের একভাগ বিলিয়ে দিয়ে ।
মুছে যাই সমস্ত গ্লানির অতীত
ভুলে থাকা মানুষের ভিড়ে মুখরিত হয়ে উঠি আমি
তবুও কখনো ফিরে তাকালে মনে পড়ে যায়
যে ছিল অত্যন্ত কাছের মানুষের মতো কেউ
তাঁরে....


মনে হয় সমুদ্রের গভীরতা মেপে
মনের পারদ থিরাঙ্কে উচ্চ মন কষাকষি হয়ে গেছে
জানিনা তবে হারানোর মাঝে এক অদ্ভুত অনুভুতির টান রয়ে যায় স্মৃতি বিজড়িত মানচিত্রের সংযোগের মতো।