মধ্যদিগন্তের নিশীথ ছুঁয়ে এসেছি সবে
বিশ্ব মানচিত্রের পাতায়
লেখা ছিল অজস্র গান ও কবিতা চোখের তারায় তারায়।
বলা হলো না কিছু কথা হৃদয় ছুঁয়ে ছিল যে
তথাপি আমার প্রিয় থেকে আরো প্রিয় ঋতুর মতো মরসুম ভরায় সুরভী প্রহরীকে।


মহাসমুদ্রে আমি মহড়া দিয়েছি
ঠিকানাহীন নীল বেদনার নীল রঙের ক্ষমতা রহস্য জুড়ে। কেউ কথা রাখেনি তেত্রিশ বছর ধরে
মাএ মানুষের ভিড়ে মুখরিত হয় ইতিহাসের পাতার
সম্রাজ্যগুলো।