নীল সাগরের মতো এই মন
যেমন ভাবে এই পৃথিবী গতিশীল
শুকনো পাতায় জীবাশ্মের পথ
সুদীর্ঘ রেখাপাতের মতো....


আমি আসলাম রোদ্দুর ছড়িয়ে
দার্শনিকের কলমের দ্রবীভূত পদার্থ হতে
কেননা মরু সাগরের বুকে ফুল ফুটেছে


তাজমহলকে পুড়িয়ে....
জানিনা কেন এভাবে এগিয়ে চলে
একশো বছরের জীবনের ইতিহাস
তুচ্ছ হলো এক নিমেষে।