সমান্তরাল ছায়াঘেরা রাতের পথে
হৃদয়ের জমিতে গোলাপের চাষ হয়
তাজমহলের পোড়া ছাই এ ।
জনসমুদ্রের মিছিলের নতজানু সভ্যতার মুখ
বিদায়ের পাঠশালা মোর কিঞ্চিৎ সান্ত্বনা।
উত্তপ্ত কীটপতঙ্গের রৌদ্রের গন্ধ মেখে
ফিরে আসলাম ---
আমি ফিরে আসলাম প্রান্তরের প্রহরী হয়ে।


সাদা মেঘ ঈগলের রক্তচক্ষু ভেদান্ত নদীর মতো
কারা যেন নীলাভ বুকের গহীনে হানা দেয়
পৃথিবী জুড়ে ছড়ানো ছিটানো বিষাক্ত সাপের বিষ
জিভে ধারণা করে।


দিনের পর দিন রাতের পর রাত জাগি
কোথাও পাথরের বুক চিরে পাহাড়ী ঝর্ণা নদী বেয়ে আসে ভাঙ্গা ঘরের জীর্ণ কপাটের ফাঁক দিয়ে।।