আমি দিনের রাজত্বে দেখি
দেখি কত অজানা সমাজকে
শোষণমুক্ত সমাজ সংস্কৃতি বিষয়ক কেন্দ্র
তবুও আমার সকল প্রার্থনা একে একে পুর্ণ হয়
হলুদ রঙের মতো.....
কারে আমি ভাবি আর কারেই বা দূরে ঠেলে দিই তাহাতো বলিতে পারিনা কভু
একটা ডানা ভাঙ্গা পাখি উড়তে না পারায় যে যন্তনা অনুভব করে ঠিক তেমনি কিছু আমি টের পাই আমার হৃদয়ে।
মোমের প্রজাপতি উড়ে গেল আলোর শিখার উপর দিয়ে নির্ভয়ে
আসলে কাগজের মতো খমতা পাবার নয় যা একটি পাথরের থেকে বহুগুণ শক্ত।
তারপর নিজের মতো বানিয়ে নিয়ে সমস্ত স্বপ্নকে আলোকিত করার দায়িত্ব আপনার হাতেই দারস্ত ।
বলতে পারে শুকনো পাতার ঘ্রাণ কত আকৃষ্ট
তুলসী পাতার পবিত্র স্থান হৃদয়ের মণিকোঠায়
তাহাতো দেবতার হৃদয়ের মতো সরল সাদা বহুকিছু.....


রাজত্ব খেলাঘর বাঁধতে আসিনি
আর পেতেও চাইনি বহু মূল্যবান কিছু
একটা কথা জানতেই চেয়েছি শুধু
তার বেশি আর কিছু নয় !
এখানে রাত্রি নামে নিশীথে দীপশিখা জ্বলে
দাবানলের মতো হৃদয় তাহার নতুবা বর্ষার সতেজ মেঘ
এর থেকেও বিশ্বাস আমার জন্মেছিল সেই কৃষ্ণচূড়ার লাল ফুলের মতো
কদম ফুল তুলে জমিতে দিতো মাঠের আল
চাষিদের বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা তবুও ভালো কিছু এটাই ছিল
আর ছিল একটা সুন্দর মনের অদ্ভুত মানুষ।‌।