ঘরের উপর ঘর মাথার উপর ঘর
ছেয়ে যায় নতুন নতুন বিজ্ঞাপনে দেওয়াল।
রাতের বিপ্লব রাতে আসে
শূন্য প্রান্তরে শুকনো পাতা ওড়ে।
তিক্ততা এ বড়ই তিক্ততা
কেউ জানে না - আগামীর পথ তবুও অনুমানে বোঝা যায় আগামীর হিসেব নিকেষ।


পাখির নীড়ের মতো চোখ তোমার
আমার অসম্পূর্ণ হৃদয়ের ভিতর শুকিয়ে আছে প্রেম।
জল নেই আলো নেই অক্সিজেন নেই - নেই কোথাও চতুরতা
আছে শুধু বিরহ আর ক্ষয়ে যাওয়ার ছাপ।
তোমার জন্য এই প্রেম তোমার জন্য এই সময় অঙ্গীকার অজুহাত ভরা।
চাতকের মতো জীবন আমার
তৃষ্ণার মরি - আবার তৃষ্ণার খুঁজে পায় তোমার আলোকিত জীবনের সব অধ্যায়।
প্রেম আছে পৃথিবীর পথে পথে
প্রেম আছে শূন্যতার ভিতর
প্রেম আছে জ্বাজ্বল্যমান আগুনের ভিতর
প্রেম আছে বর্ষার জলে প্রেম আছে চোখের জল ঝরে গেলে।


ঘরের উপর ঘর মাথার উপর ঘর
ছেয়ে যায় নতুন নতুন বিজ্ঞাপনে দেওয়াল।
আঁটোসাঁটো জীবন আমাদের - পরিচয় ধূসর
পৃথিবীর পথে হাঁটছি তাই নামহীন আমি এক যাযাবর।।