এইতো কবিতা সময়ের মহড়া
দিয়েছি রঙ পতঙ্গের ডানাতে
চোখের বন্যায় ভেসে মৃতের শরীরে।
কবিতার জন্ম হলে প্রিয়তমার হাতের মুঠোয় বেঁচে থাকার অস্তিত্ব
সংখ্যা নেই কোনো চালচুলো ঠিকানা
সাগরের মতো বুকের ঢেউ এ লিখেছি ইতিহাস
চলার পথে।


অসংখ্য জন্ম ধরে হেঁটে চলেছি সুদীর্ঘ রজনী পেরিয়ে ধ্রুববিন্দুর পতনে।
মহাবিশ্বের রহস্য জীবনের উন্মোচন এভাবেই সবকিছুই ধুধু বালুচর।