ফুরিয়ে যায় সময় ফুরিয়ে যায় কথা।
দূর পথে পা বাড়াতে ধূপ জ্বেলে
দাবানল ওঠে জেগে।
মানুষের ফুসফুস জীবন্ত আঘাত গাছ কাটা বিষাদ
পরিত্যক্ত পথে পরিতৃপ্ত বাতাসের হাহাকার নিঃসঙ্গ বোধ করে।


কয়েকটি ষড়যন্ত্র বুকের ভিতর বেড়ে ওঠে
মানুষের সরল ষড়যন্ত্র কঠিন হয়ে কাজ করে।
এই তো মনে আসে হারিয়ে যাওয়া সেইসব পুরানো দিন
মেঘের নীলচে দাগ মনের দহন রক্তপাত কেউ জানেনি!
মৃত আকাশ মৃত পাহাড় মৃত চোখ কিছু বোঝেনা
কিছু জানেনা।