রৌদ্রদগ্ধ দুপুরে পুড়ে যায় পথ,
আকাশ জ্বলে ওঠে আগুনের মতো,
শহর জুড়ে খরার দাহ, শ্বাস কষ্ট —
তবু তুমি এসো, আমার ছায়া হয়ে প্রতিনিয়ত।
ঘামে ভেজা হাত ধরে রাখো চুপিচুপি,
মনের কোণে তুমি এক দিঘির জলের ছবি।
তপ্ত হাওয়ায় যখন জ্বলতে থাকে মন,
তোমার হাসি হয় শীতল এক জীবন।
আমরা হেঁটে চলি ধুলো জমা রাস্তায়,
প্রেম লুকোচুরি খেলে কাঠফাটা বাতাসে,
তবু চোখে চোখে রাখি এক বৃষ্টির স্বপ্ন,
যেন আকাশের প্রতীক্ষা ঠিক প্রেমের মতোই ধ্রুব সত্য।
একদিন ঠিক আসবে শ্রাবণের বর্ষণ,
আমাদের ভালোবাসার হবে নতুন উৎসব,
তুমিও থাকবে, আমিও থাকবো একসাথে—
গ্রীষ্মের আগুনে পুড়ে খুঁজবো মেঘের ছায়াতে।
তুমি বলেছিলে, “প্রেম যদি সত্যি হয়,
গরমেও ফুটবে কদম ফুল,”
আর আমি দেখেছি—
তোমার চোখে আজও বৃষ্টির প্রতিশ্রুতি ঝুলে আছে ভুলচুকহীন।