আজ এই দৃষ্টিতে তুচ্ছ নগর
হাত পাতলে বিষণ্নতায় ভরে যায়
প্রীতির ভাষা নেই অদ্বৈত চলাচল
ত্যাগের আশ্চর্য নিয়মে বাঁধা।


নিজে উৎসর্গ নিজে বিসর্জন নিজেই নিজে আত্মপরায়ণ
বাবলা কাঁটা গলায় বিঁধে হৃদয় পিঙ্গলবর্ণ
দুর্বোধ্য রোগে শিরশ্ছেদ।


হাত পাতলেই বিষন্নতা আর চোখ খুললেই ভ্রম
অতিক্ষুদ্র কীটের পালকে হলুদ হয় ভয়
মিছে আলেয়ার পথে পথে।
পায়ের নীচে মাড়িয়ে যাওয়া অতিসুন্দর ফুল
উপকারে লাগে না যেন অপকার হয়।
ভিন্নরূপে অনুচিত ব্যবহার পরিকল্পিত
দোষী আমরা নিজেই নিজে ধুয়ে যায় সমস্ত পরাজয়।


সহিষ্ণু হৃদয়ের আর্তনাদ
চোখের কালি বিহলা
কবে কার সন্ধ্যাবেলা হয়েছিল পরিচয় !
মুখোমুখি শহরের পথে শর্তহীন হাতে
সাদৃশ্য একচিলতে রোদ্দুরের পরে যখন বৃষ্টি নামলো নয়নের জলে
ঠিক তখনি মুছে গেল বেদনার নাম।