হয়তো কোনদিন তুমি আর আমি
অনেক দূরে চলে গেছি
তবুও তোমার হৃদয়ে
আমার হৃদয়ে প্রেম জমে আছে।
তারপর সমস্ত দিন মিছে হয়
তুমি না থাকার প্রহর'গুলো।
আকাশের নীল মেঘগুলো
লাল গোলাপের পাপড়ি দিয়ে যায় আমাকে
যে গোলাপ তুমি দিতে আমাকে
ঠিক সেই গোলাপ।
তোমার দেওয়া গোলাপ
আমি তুলে রেখেছি যত্নে
নীল খামের চিঠি করে।
তুমি দূরে আছো তবুও
তুমি আমার খুব কাছাকাছি
হয়তো কোনো একদিন
হঠাৎ করে দেখা হয়ে যাবে
তোমারি মিষ্টি রোদের সোনালী শহরে।
তারপর সমস্ত দিন বিকালবেলা
হেমন্তের নীল প্রহরে
তুমি আর আমি
নক্ষত্রের জল ঢালি চাঁদের পাহাড়ে।