হয়তো এভাবে চলে যাওয়া যায়
মনের সাথে দূরত্ব চোখের পাতা অভিমান।
কাঁচের টুকরো হৃদয় দূরত্ব স্বপ্ন ছোঁয়া রাত
তুমি নয় আমার! তবুও তুমি আমার।


ভাঙা পাথর জানে বিলম্ব
কেউ কোথাও নেই ভালোবাসা !
মানুষ মানুষের বিপরীতে চলে গেছে
আকাশের সীমানা যতটা ঠিক ততটা।
কেউ কথা রাখেনি চিরকাল
নৌকার পালে পরিচয় , বুঝিনি কেউ ইশারা
হারিয়ে গেছে চোখের জল
হারিয়ে গেছে প্রিয়জন।


ফুল ফোটে গাছের ডালে
নীল মেঘে মেঘে হৃদয় ভাসে
সুখে ভরে যায় চারপাশে
মন অসুখের বাতাসে।